Image description

১৯৯৭ সাল থেকে পথচলা শুরুর পর এবছর ২৭ বছরে পা দিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ভাইকিংস। আগামী ২৭ সেপ্টেম্বর রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায় ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের একটি কনসার্টে পারফর্ম করছে ‘অর্থহীন’ ও পাকিস্তানি ব্যান্ড ‘জাল’। ২৭ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তাদের সঙ্গে একইমঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় এই ব্যান্ডটিও। 

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ভাইকিংস’র ম্যানেজার আবির সাদাফ। তিনি জানান, বেশকিছু চমক নিয়ে এদিন মঞ্চে উঠবে ভাইকিংস।   

যদিও কেমন বা কী ধরনের চমক থাকছে—সেসব নিয়ে এখনই খুব বেশি জানাতে চাইলেন না সাদাফ। শুধু বললেন, আশা করছি, ভিন্ন ধরনের একটা অভিজ্ঞতা আমরা আমাদের শ্রোতাদের দিতে পারব।

প্রসঙ্গত, বাংলাদেশের ব্যান্ড সংগীতপ্রেমীদের মধ্যে ভাইকিংস বেশ জনপ্রিয়। ১৯৯৭ সালে রিপি ও বাবুকে নিয়ে সৃষ্টিশীল পথে পা বাড়ান সংগীতশিল্পী তন্ময় তানসেন। প্রথমদিকে তাদের সঙ্গে আরও ছিলেন সেতু চৌধুরী, সাইমন ও রজার। লাইনআপে পরিবর্তন এসেছে বেশ কয়েকবার। আর ‘ভাইকিংস’ গঠনে দিকনির্দেশনা দিয়ে ভূমিকা রেখেছেন প্রয়াত গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী। 

নব্বইয়ের দশকে প্রতিষ্ঠিত হওয়া ব্যান্ডটি লাইমলাইটে আসে ১৯৯৯ সালে ‘স্টার সার্চ’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে। ব্যান্ড গঠনের দুই বছর পরই ১৯৯৯ সালে ‘স্টার সার্চ’ প্রতিযোগিতায় সেরা হয় তারা। 

বর্তমানে তাদের লাইনআপে রয়েছেন তন্ময় তানসেন (ভোকাল), শুভ (গিটার), আজমাইন আদিল (গিটার), জিয়াউদ্দিন সোপান (বেজ গিটার), মাহবুব চৌধুরী (কি-বোর্ড) ও সুশী (ড্রামস)। আর ২৭ বছরের পথচলায় ব্যান্ডটি সংগীতপ্রেমীদের উপহার দিয়েছে ‘অপেক্ষা’, ‘ভালোবাসি যারে’, ‘ঈশ্বর’, ‘যদি’, ‘ভয়’ ও ‘জীবনের কোলাহল’র মতো জনপ্রিয় গান।

এদিকে, এই কনসার্টে থাকছে ‘অর্থহীন’ ও পাকিস্তানী ব্যান্ড ‘জাল’। দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর মঞ্চে উঠবে বেজবাবা সুমন। অন্যদিকে, দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশ পারফর্ম করতে আসছে জাল। এর আগে ২০১২ সালে সর্বশেষ ওপেন এয়ার কনসার্টে পারফর্ম করতে ঢাকায় এসেছিল ব্যান্ডটি।


মানবকণ্ঠ/এফআই