Image description

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কয়েকটি ফ্লাইটে সম্প্রতি একের পর এক কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় তদন্ত কমিটি গঠন এবং কয়েকজন কর্মকর্তাকে বদলি ও শোকজ করা হয়েছে।

সম্প্রতি আবুধাবিগামী একটি ফ্লাইটের টয়লেটের তিনটি ফ্লাশ একসঙ্গে কাজ না করায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এক ঘণ্টা আকাশে ওড়ার পর উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। পরে অন্য একটি ফ্লাইটে যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ. বি. এম. রওশন কবীর জানিয়েছেন, এই ঘটনার তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ১ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত সংঘটিত সব কারিগরি সমস্যা খতিয়ে দেখতে চার সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটি সব ঘটনার রক্ষণাবেক্ষণ ও অপারেশনাল প্রক্রিয়া বিশ্লেষণ করে মূল কারণ নির্ণয় করবে এবং কোনো কর্মকর্তা-কর্মচারীর গাফিলতি থাকলে তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

দায়বদ্ধতা নিশ্চিত করতে দুজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে এবং আরও কয়েকজনকে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একজন প্রকৌশলী কর্মকর্তাকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে এবং আরেকজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিমান কর্তৃপক্ষ আরও জানায়, কারিগরি সক্ষমতা বাড়াতে জেদ্দা, দুবাই, মদিনা, দাম্মাম, আবুধাবি ও শারজাহতে অতিরিক্ত চাকা মজুত রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন চাকা কেনার জন্য ক্রয়াদেশও দেওয়া হয়েছে। জেদ্দায় চাকা ফেটে যাওয়ার ঘটনাও তদন্তের অধীনে আনা হয়েছে।

এছাড়া, প্রকৌশল ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া জোরদার করতে রাতের বিশেষ শিফট চালু করা হয়েছে। বিমানের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমও পর্যালোচনা করা হচ্ছে এবং প্রকৌশলীদের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে প্রযুক্তিগত জনবল বাড়ানোর জন্য নতুন মেকানিক নিয়োগ প্রক্রিয়াও শুরু করা হয়েছে।