
দেশের জ্বালানি চাহিদা পূরণের জন্য সরকার স্পট মার্কেট থেকে দুটি কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এই দুটি কার্গো সিঙ্গাপুর থেকে আনা হবে এবং এতে মোট ৯৮৭ কোটি ৩৩ লাখ ১৮ হাজার ৯২ টাকা ব্যয় হবে। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে, আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ার মাধ্যমে একটি কার্গো এলএনজি (১০-১১ সেপ্টেম্বর, ৩৮তম কার্গো) আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এই কার্গো সরবরাহের জন্য ২৩টি প্রতিষ্ঠানের কাছে দরপত্র আহ্বান করা হলে ৬টি প্রতিষ্ঠান তাতে সাড়া দেয়। দরপত্র মূল্যায়ন কমিটি সর্বনিম্ন দরদাতা হিসেবে সিঙ্গাপুরের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডকে নির্বাচন করে। প্রতি এমএমবিটিইউ’র দাম ধরা হয়েছে ১১.৯৭ মার্কিন ডলার। এতে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে খরচ হবে ৫০২ কোটি ৯৪ লাখ ৯১ হাজার ৩৯৮ টাকা।
একই বৈঠকে দ্বিতীয় আরেকটি কার্গো এলএনজি (৮-৯ অক্টোবর, ৪১তম কার্গো) আমদানিরও অনুমোদন দেওয়া হয়েছে। এই কার্গো সরবরাহের জন্য ২৩টি প্রতিষ্ঠানের কাছে দরপত্র আহ্বান করা হলে ৩টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। সর্বনিম্ন দরদাতা হিসেবে সিঙ্গাপুরের পেট্রোকেমিক্যাল ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেডকে নির্বাচন করা হয়েছে। এই কার্গোর প্রতি এমএমবিটিইউ’র দাম হবে ১১.৯০ মার্কিন ডলার। এর ফলে, ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে খরচ হবে ৪৮৪ কোটি ৩৮ লাখ ২৬ হাজার ৬৯৪ টাকা।
Comments