
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক শুল্ক নীতির মুখে ব্রিকস জোট দৃঢ় প্রতিরোধ গড়ে তুলছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভার নেতৃত্বে ব্রিকস সদস্যরা ঐক্যবদ্ধভাবে এই বাণিজ্য যুদ্ধ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।
হোয়াইট হাউস ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যাকে লুলা ‘অবৈধ’ ও ‘অন্যায় হস্তক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তিনি চীনের প্রেসিডেন্ট সি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা শুরু করেছেন, যাতে ব্রিকস এই শুল্ক হুমকির বিরুদ্ধে সমন্বিত জবাব দিতে পারে।
এর আগে, গত এপ্রিলে ট্রাম্প ব্রিকস সদস্যদের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যা রাশিয়া, চীন, ভারত ও ব্রাজিলের বিরুদ্ধে চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখা হয়। বিশ্লেষকদের মতে, এটি ইউক্রেন যুদ্ধবিরতিতে রাশিয়াকে বাধ্য করার অপচেষ্টা।
লুলা স্পষ্ট জানিয়েছেন, ব্রিকস ট্রাম্পের ‘অন্যায্য কৌশলের’ কাছে মাথা নত করবে না। চীন ও ভারতের মতো ব্রিকস সদস্যরা, যারা রাশিয়ার প্রধান বাণিজ্যিক অংশীদার, এই জোটের অর্থনৈতিক শক্তিকে জি-৭ এর ওপরে নিয়ে গেছে।
২০০৬ সালে গঠিত ব্রিকস জোট ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকাসহ নতুন সদস্যদের নিয়ে বিশ্ব অর্থনীতির ৪০ শতাংশের প্রতিনিধিত্ব করে। লুলা বলেন, “আমরা আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করব না। আমাদের পণ্যের জন্য নতুন বাজার খুঁজে নেব।”
ব্রিকসের এই ঐক্যবদ্ধ অবস্থান বিশ্ব বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে বিশ্লেষকরা আশাবাদী।
Comments