Image description

টক শোতে যারা দেশের উন্নয়ন নিয়ে 'কিছুই হচ্ছে না' বলে মন্তব্য করেন, তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, "দেখার জন্য চোখ থাকা লাগে।" তিনি জোর দিয়ে বলেন, উন্নয়ন কেবল বড় বড় ভবন নির্মাণেই সীমাবদ্ধ নয়, বরং ভেতরে ভেতরে অনেক কাজ হয়েছে এবং অনলাইনেও অসংখ্য সেবা চালু হয়েছে।  সোমবার সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেলের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, অনেক ক্ষেত্রে বিশ্বব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তা নেওয়া হচ্ছে মানে এই নয় যে তাদের শর্ত অনুযায়ী কাজ হচ্ছে, বরং দেশের নিজেদের প্রয়োজনেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, "জাতীয় স্বার্থের বিপক্ষে গিয়ে সব কার্যক্রম একদম বন্ধ করে দেওয়া কোনোভাবেই ঠিক নয়।" তিনি আশা প্রকাশ করেন, আন্দোলন যা হওয়ার হয়েছে, এখন সবাই ভয় বা পক্ষপাতিত্ব ছাড়া সঠিকভাবে কাজ করবে।

এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের বিষয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, "এ বিষয়ে দুদক ভালো বলতে পারবে। এখানে সরকার কোনো হস্তক্ষেপ করছে না। আমার সময়ে তো নেই-ই। এখন অনেকের বিরুদ্ধেই দুদক তদন্ত করছে।"