Image description

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৭২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ হাজার ১৭৭ জন বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার আসামি। এছাড়া, অন্যান্য ঘটনায় আরও ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই অভিযানে ১টি বার্মিজ চাকু, ১টি একনলা বন্দুক, ২টি এলজি, ১টি কিরিচ, ১টি রামদা এবং ১টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ সদর দফতর জানিয়েছে, এই বিশেষ অভিযান চলমান থাকবে।