
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আয়শা আক্তারের বিরুদ্ধে এক রোগীর মায়ের প্রতি অসৌজন্যমূলক আচরণ, শারীরিক লাঞ্ছনা এবং চুরির অপবাদ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর হাসপাতালের পরিবেশ ও স্বাস্থ্যসেবার মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, মোসা. ছোকানুর বেগম তার ১০ বছর বয়সী শিশুকন্যা মরিয়ম আক্তারকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসার পর কর্তব্যরত নার্স তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি প্রতিবাদ করলে নার্সরা তার ওপরে হামলা করেন। যার নেতৃত্বে ছিলেন সিনিয়র স্টাফ নার্স আয়েশা আক্তার। এ সময় উপস্থিত রোগীর স্বজনরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে আয়শা আক্তার দ্রুত স্থান ত্যাগ করেন।
ভুক্তভোগী ছোকানুর বেগম বলেন, ‘আমি মেয়েকে নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলাম। নার্স আয়শা আক্তার আমার সঙ্গে রূঢ় আচরণ শুরু করেন। একপর্যায়ে আমাকে চোর বলে অপবাদ দেন এবং টেনে-হিচড়ে রুম থেকে বের করে এনে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারেন।’ তিনি বলেন, ‘রুম থেকে মোবাইল চুরি হয়েছে, সন্দেহ করছেন আমাকে।’
এ বিষয়ে অভিযুক্ত নার্স আয়শা আক্তারকে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, ‘ঘটনার বিষয়টি আমরা জেনেছি। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Comments