Image description

ঢাকার অপরাধজগতের ত্রাস, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ মে) ভোর রাতে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর সোনার বাংলা সড়ক ও হাতিরঝিলে থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন— সুব্রত বাইন ওরফে ফতেহ আলী (৬০), আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ (৫৪) এবং তাদের সহযোগীরা - আরাফাত ওরফে শ্যুটার আরাফাত এবং শরীফ।

ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টার দিকে এই অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় সুব্রত বাইন ওরফে ফতেহ আলী, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত এবং শরীফকে আটক করা হয়। তাদের মধ্যে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ দেশের শীর্ষ ২৩ জন মোস্ট-ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকাভুক্ত আসামি এবং ‘সেভেন স্টার’ অপরাধী সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী বলে মনে করা হচ্ছে।  

ঢাকা সেনানিবাসের মেস আলফায় আয়োজিত ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল সামি বলেন, ৪৬ ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড, অন্যান্য সামরিক ও গোয়েন্দা ইউনিটের সাথে এই গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অভিযানের সময় পাঁচটি বিদেশী পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থানে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতার সাথে জড়িত ছিল। দীর্ঘ নজরদারির ফলাফল ছিল এই অভিযান এবং নির্ভুলতার সাথে সম্পন্ন করা হয়েছে- কোনও হতাহত বা সংঘর্ষ ছাড়াই। যা সেনাবাহিনীর অপারেশনাল দক্ষতা, গোয়েন্দা ক্ষমতা এবং জাতীয় নিরাপত্তার প্রতি অঙ্গীকারের প্রতিফলন।

লেফটেন্যান্ট কর্নেল সামি বলেন, সেনাবাহিনী সদর দপ্তরের সামরিক অপারেশনস অধিদপ্তর, ৫৫ পদাতিক ডিভিশন, ১৪ স্বাধীন প্রকৌশলী ব্রিগেড, ৭১ মেকানাইজড ব্রিগেড এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সহায়তায় এই অভিযান সমন্বিতভাবে পরিচালিত হয়েছে।

জনসাধারণের সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যদি কেউ সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন বা সন্ত্রাসবাদ সম্পর্কিত তথ্য পান, তাহলে অনুগ্রহ করে নিকটতম সেনা ক্যাম্প বা আইন প্রয়োগকারী সংস্থাকে তা জানান।”

অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে সেনাবাহিনীর অটল অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি উপসংহারে বলেন, “সেনাপ্রধানের স্পষ্ট নির্দেশে, বাংলাদেশ সেনাবাহিনী জনগণের জানমাল রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ।”