Image description

গাজীপুর মহানগরীর পূবাইলে আট বছর বয়সী এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মো. তাহের ফকির (৪০) নামে এক মাদকাসক্ত ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ মে) মহানগরীর পূবাইল থানাধীন হরবাইদ এলাকার  চঙ্গেরবাইদে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিশুটির মা। 

ভুক্তভোগীর মা জানান, অভিযুক্ত তাহের ফকির প্রায় সময়ই তাদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করত। তার এই অস্বাভাবিক আচরণ সম্পর্কে একাধিকবার অভিযুক্ত ও তার পরিবারকে জানানো হলেও তারা কোনো গুরুত্ব দেয়নি। বুধবার সকালে আমি কর্মস্থলে চলে গেলে, সকাল আনুমানিক ৯টার দিকে নেশাগ্রস্ত তাহের ফকির বাড়িতে একা পেয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। প্রতিবন্ধী হওয়ায় মেয়েটি চিৎকার করতে পারেনি।

সকালে ঘর থেকে বাইরে না আসায় শিশুটির মামাতো বোন ঘরে ঢুকে তাকে উলঙ্গ অবস্থায় দেখতে পায়। এসময় তাহের ফকির ঘরে লুকিয়ে ছিল। মামাতো বোনের চিৎকারে লোকজন এগিয়ে এলে তাহের ঘর থেকে পালিয়ে যায়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় গতকাল রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে, আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুরে ভুক্তভোগীর মায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের পর থানা থেকে পুলিশ পাঠানোর কথা থাকলেও এখনও পর্যন্ত কেউ আসেনি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।