Image description

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ পরিচয়ে এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার মৌচাক ইউনিয়নের কালিয়াদহ গ্রামে মৃত মোগরব আলীর ছেলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানায়, রাতে খাবার শেষে তারা ঘুমোতে যান। গভীর রাতে একদল ডাকাত পুলিশ পরিচয়ে দরজায় কড়া নাড়ে ও ডাকাডাকি শুরু করে। শহিদুল ইসলাম স্বাভাবিক ভেবে দরজা খুলে দিলে সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যকে জিম্মি করে ফেলে। এরপর তাদের হাত-পা বেঁধে আলমারি ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে নগদ দুই লক্ষ টাকা এবং প্রায় সাত থেকে আট ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর সেলিম হোসেন জানান, তারা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।