Image description

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্ত পিতাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

মামলার বাদী ও ভুক্তভোগী কিশোরীর নানা আমজাদ হোসেন জানান, গত ২৫ এপ্রিল রাতে তার ১৪ বছর বয়সী নাতনি ঘুমিয়ে থাকা অবস্থায় তার বাবা জোরপূর্বক ধর্ষণ করে। তিনি আরও অভিযোগ করেন, শফিকুল এবং তার প্রথম স্ত্রী ও সন্তানরা তার নাতনিকে সৎ মেয়ে হওয়ায় প্রায়ই মারধর করত। গত ৩০ এপ্রিল বুধবার তারা চেয়ারের সাথে বেঁধে তাকে মারধর করে আহত করে এবং হাসপাতালে চিকিৎসা করানো হয়।

আমজাদ হোসেন জানান, প্রথমে এ বিষয়ে গত ৪ মে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। পরবর্তীতে তার নাতনি ধর্ষণের ঘটনা জানালে তিনি থানায় মামলা করেন। তিনি অভিযুক্ত শফিকুলের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত শফিকুল ইসলামের বাড়িতে খোঁজ নিতে গেলে কাউকে পাওয়া যায়নি।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার (৮ মে) ভুক্তভোগীর নানা আমজাদ হোসেন বাদী হয়ে শফিকুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন (মামলা নম্বর ৩)। এঘটনায়  অভিযুক্ত শফিকুলকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার পর মূল ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।