Image description

নাটোরের লালপুর-গোপালপুর সড়কের শিমুলতলা পুলিশ চেকপোস্ট এলাকায় মামুন নামের এক ফল ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। 

মামুন উপজেলার ওয়ালিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় লালপুর থানার এসআই ইউসুফসহ অন্যান্য পুলিশ সদস্যরা চেকপোস্টের ভেতরে রান্না করছিলেন। এই সুযোগে কয়েকজন দুর্বৃত্ত সিভিল পোশাকে মোটরসাইকেলে এসে ফল ব্যবসায়ী মামুনের গতিরোধ করে।

ফল ব্যবসায়ী মামুন জানান, তিনি তার চাচা হালিমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে লালপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। শিমুলতলা পুলিশ চেকপোস্টের কাছে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে থাকা চারজন ব্যক্তি তাদের পথ আটকে দাঁড়ায় এবং নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের কাছে ইয়াবা ট্যাবলেট আছে বলে অভিযোগ করে। এরপর তারা মামুনের দেহ তল্লাশি শুরু করে এবং তার চাচাকে চড় থাপ্পড় মারে। একপর্যায়ে দুর্বৃত্তরা তার কাছে থাকা ১ লাখ ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আমরা মনে করি সিভিলে পুলিশ চেকপোস্টে ডিউটি করছেন। 

লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "আমরা ঘটনাটি শুনেছি, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।" পুলিশের উপস্থিতিতে ছিনতাইয়ের কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।