Image description

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ এর একটি বিশেষ অভিযানে বিদেশি রিভলভার, ফ্লেয়ার গান ও গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে গোদনাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে উদ্ধার করা হয়েছে একটি মেইড ইন ইংল্যান্ড রিভলভার, একটি ফ্লেয়ার গান, দুই রাউন্ড তাজা গুলি এবং দুই রাউন্ড কার্তুজ।

গ্রেপ্তারকৃতরা হলেন- খোরশেদ (৪৬), রিপন (৩০) ও জয় (২৬)। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের কাছে উদ্ধারকৃত অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র ছিল না।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক জানান, সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে র‌্যাবের চলমান গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।