Image description

নওগাঁর আত্রাই থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে যুবলীগ নেতা ইবনে সিনা ওরফে ছনি সরকার (৩২) সহ দুই জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ছনি উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং বান্দাইখাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে।

থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আত্রাই থানায় দায়েরকৃত একটি মামলার আসামী যুবলীগ নেতা ছনিকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী একই রাতে উপজেলার মির্জাপুর গ্রামের মোসারব হোসেনের ছেলে বকুল হোসেন (৪২) কে গ্রেপ্তার করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।