Image description

বরিশাল নগরীর ঐতিহ্যবাহী স্থানগুলোতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদের ফলে শহরের সৌন্দর্য ফিরেছে। বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) সম্প্রতি শহরের গুরুত্বপূর্ণ পর্যটন ও বিশ্রামের স্থানগুলো—বিবির পুকুর পাড়, বেলস পার্ক, চৌমাথা লেকের পাড়সহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দিয়েছে।

বিসিসি কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এসব দোকানপাট স্থানগুলোতে যান চলাচল ও সাধারণ মানুষের চলাফেরায় বাধা সৃষ্টি করছিল। উচ্ছেদের ফলে নগরবাসী আবার স্বচ্ছন্দে এ স্থানগুলোতে বেড়াতে ও বিশ্রাম নিতে পারছেন।

স্থানীয় দর্শনার্থীরা উচ্ছেদের ফলে আনন্দ প্রকাশ করেছেন। জুয়েল নামের এক দর্শনার্থী বলেন, “এখন পুকুরপাড়ে পরিবারসহ এসে সময় কাটানো অনেক সহজ হয়েছে। আগে দোকানপাটের কারণে চলাফেরা কঠিন ছিল।”

রফিক জানান, “চৌমাথা লেকের পাড় সবসময়ই আমাদের প্রিয় জায়গা। এখন সব কিছু পরিষ্কার হওয়ায় এখানে আসা আনন্দদায়ক।”

জাহিদ বলেন, “বেলস পার্কের সৌন্দর্য ফিরে এসেছে। শিশুরা খেলাধুলা করতে পারছে এবং বড়রাও শীতল ছায়ায় বিশ্রাম নিতে পারছে। এটা সত্যিই খুবই ভালো লাগছে।”

তবে উচ্ছেদের ফলে অনেক পরিবার কর্মসংস্থান হারিয়েছে। স্থানীয়রা জানান, শত শত পরিবার তাদের জীবননির্বাহের জন্য দোকানপাটের ওপর নির্ভর করতেন। উচ্ছেদের পর তারা বেকার হয়ে পড়েছেন এবং নতুন কর্মসংস্থানের জন্য সহায়তা প্রয়োজন।

বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, শহরের সব জলাশয় ও পার্কের চারপাশ অবৈধ স্থাপনামুক্ত রাখতে নিয়মিত নজরদারি চলবে। তবে স্থানীয় প্রশাসনের জন্য চ্যালেঞ্জ হবে উচ্ছেদের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করা।