Image description

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার বালিপাড়া বাজারের হোটেল ব্যবসায়ী আব্দুল বারেক শেখ (৫০) নিজ হোটেলে রেফ্রিজারেটরের মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত মারা যান। 

নিহত বারেক শেখ বালিপাড়া ইউনিয়নের মধ্য বালিপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিম শেখের পুত্র। 

নিহতের পুত্র মোঃ শাওন শেখ জানান, আমার বাবা নিজ হোটেলে রেফ্রিজারেটরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। 

এ ব্যাপারে ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন জানান, উপজেলার বালিপাড়া বাজারে নিজ দোকানে ফ্রিজের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল ব্যবসায়ীর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। এ ঘটনায় অত্র থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।