Image description

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ ১৪ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে দশটার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আদালত সহায়তা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানব পাচার রোধ, চোরাচালান প্রতিরোধ, সড়ক দুর্ঘটনার সঠিক ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়ন এবং অনিস্পন্ন চোরাচালান মামলার অগ্রগতি মনিটরিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা,সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ ও মতবিনিময় হয়। এছাড়া চোরাচালান এবং মানব পাচার প্রতিরোধে মাঠ পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়।

সভা শেষে জেলা প্রশাসক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সমন্বিতভাবে জেলা আইন-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।