গৌতম কুমার বিশ্বাসকে এসপি হিসেবে পদায়নের আদেশের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়নের আদেশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে 'চুয়াডাঙ্গাবাসীর' ব্যানারে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এবি পার্টির সভাপতি আলমগীর হোসেন, এনসিপির যুগ্ম সমন্বয়কারী সমির হোসেন, এবং চুয়াডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর ২ নং ওয়ার্ড সভাপতি নুরুজ্জামান, ৫ নং ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম ও ৯ নং ওয়ার্ড সভাপতি শরীফুজ্জামান।
বক্তারা অভিযোগ করে বলেন যে গৌতম কুমার বিশ্বাস বিএনপি-জামায়াতের নেতাদের কঠোরভাবে নির্যাতন ও হয়রানি করেছেন। তারা তাকে 'ফ্যাসিস্ট হাসিনা দোষর আওয়ামী স্বৈরাচারীর' সহযোগী হিসেবেও আখ্যায়িত করেন।
বক্তারা আরও বলেন, "আমরা হতবাক হয়ে যাই সে জুলাই অভ্যুত্থানের পরও স্বৈরাচারী দোসররা কেন এসপি পদে পদোন্নতি পায়।" তারা গৌতম কুমার বিশ্বাসকে শেখ হাসিনার পক্ষে কাজ করা একজন পুলিশ কর্মকর্তা হিসেবেও উল্লেখ করেন।
মানববন্ধন থেকে অবিলম্বে গৌতম কুমার বিশ্বাসকে পুলিশ সুপার হিসেবে পদায়নের আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
Comments