Image description

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি এলাকার এক শারীরিক প্রতিবন্ধী নারী তার জমি দখলের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে জমি দখল, হুমকি-ধমকি ও মানসিক হয়রানির অভিযোগ করেছেন।

ভুক্তভোগী লিলিমা খাতুন জানান, তিনি বৈধভাবে ক্রয়কৃত জমির মালিক। জমিটির দলিল নম্বর ২৩৫/১২৪, যা ৪৫ নং সাগরদাঁড়ি মৌজার ১৫১০ নং খতিয়ানের ১১৬১ দাগে অবস্থিত। তিনি নিয়মিত অনলাইনে খাজনা পরিশোধ করে জমির মালিকানা বজায় রেখেছেন। লিলিমার ভাষ্যমতে, ২০২৪ সালের ৩ জুন মৃত ফজর আলী ঢালির ছেলে আকবর আলী ঢালির কাছ থেকে তিনি ০৪২৫ শতক জমি ৭ লক্ষ টাকার বিনিময়ে ক্রয় করেন। কিন্তু সম্প্রতি স্থানীয় আকবর শেখসহ কয়েকজন ব্যক্তি ওই জমিতে অনধিকার প্রবেশ করে দোকান নির্মাণ শুরু করেন। শুধু তাই নয়, তারা রাতের আঁধারে দোকান নির্মাণ করে জমির মালিকানা দাবি করছেন এবং তাকে জোরপূর্বক জমি বিক্রির জন্য চাপ দিচ্ছেন।

এ ঘটনায় লিলিমা খাতুন কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি নেহালপুর গ্রামের মৃত ফজলে শেখের ছেলে আকবর শেখ, সাগরদাঁড়ি গ্রামের কাশেম ঢালির ছেলে হানিফ ঢালি, গহোর মোড়লের ছেলে আব্দুল হান্নান মোড়ল এবং আব্দুল হালিম মোড়লের নাম উল্লেখ করেছেন। 

লিলিমা খাতুন বলেন, আমি একজন প্রতিবন্ধী নারী। আমার পক্ষে আদালতে যাওয়া বা প্রভাবশালী মহলের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা কামনা করছি।

এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।