পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না: মুফতী মোহাম্মদ মহিবুল্লাহ

সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) ছাড়া আসন্ন জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) আসনের দলীয় প্রার্থী মুফতী মোহাম্মদ মহিবুল্লাহ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশনের মুক্ত মঞ্চে দলটির জেলা শাখা আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
স্বাধীনতার পর থেকে এ দেশের রাজনৈতিক যাত্রাপথ নিয়ে হতাশা প্রকাশ করে মুফতী মোহাম্মদ মহিবুল্লাহ বলেন, দেশের প্রচলিত পদ্ধতির নির্বাচনে একদলীয় আধিপত্যের সৃষ্টি হয়। ছাত্র-জনতার আন্দোলনে হাজারও মানুষ প্রাণ দিয়েছেন। অনেকে পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন। তাদের লক্ষ্য ছিল বৈষম্যহীন ও সুন্দর একটি দেশ গড়া। কিন্তু সেই লক্ষ্য পূর্ণ হয়নি। বরং স্বার্থান্বেষী মহল এখনও দেশকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য নানা নীলনকশা আঁকছে।
তিনি পিআর পদ্ধতি চালুর যৌক্তিকতা তুলে ধরে আরও বলেন, বিশ্বের ৯১টি দেশে ইতিমধ্যেই পিআর পদ্ধতি চালু রয়েছে। তারা কেউ এই পদ্ধতি বাতিল করেনি। বরং আরও নতুন নতুন দেশ এই প্রক্রিয়ায় অনুসরণ করছে।
মূলত এ দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়, তাতে সংসদে সত্যিকারে জনগণের মতামত প্রতিফলিত হয় না। একদলীয় আধিপত্য সৃষ্টি হয়। কিন্তু পিআর পদ্ধতিতে ছোট-বড় সব দলের প্রতিনিধিত্ব থাকবে। এতে সংসদ ভারসাম্যপূর্ণ ও গণতন্ত্রের বিকাশ ঘটবে।
ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সামাদ তালুকদারের সভাপতিত্বে গণসমাবেশে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের দলীয় প্রার্থী হাজী মুফতী শেখ মুহাম্মদ নুরুন নাবী, জেলা শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ ইমরান হোসাইনী, ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা আল-আমিন আল হোসাইনী, সদর থানার সভাপতি মুফতি সোলাইমান, উল্লাপাড়া শাখার সাধারন সম্পাদক মাওলানা মানসুরুল হক, সহ-সভাপতি আক্কাস আলী ও তাড়াশ উপজেলা শাখার সাধারন সম্পাদক হাফেজ ইমরান বক্তব্য রাখেন।
Comments