Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের কৃষকদের জন্য শস্যবীমার ব্যবস্থা করা হবে। কৃষকরা যাতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষতিপূরণ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে বিএনপি সরকার কৃষি খাতকে বিশেষ অগ্রাধিকার দেবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল ফকির বাড়িতে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, দেশের অর্থনীতির প্রাণশক্তি হলো কৃষক। অথচ স্বৈরাচার সরকার কৃষকদের প্রাপ্য সম্মান ও সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। ধান-গমসহ মৌসুমি শস্য উৎপাদন করে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হলে কৃষকরা একেবারেই অসহায় হয়ে পড়েন। তাই বিএনপি কৃষকদের ভাগ্যোন্নয়নে শস্যবীমা কার্যক্রম চালু করবে।

বাবুল আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। বিএনপি আজও সেই নীতির ধারাবাহিকতায় কৃষকদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা বিশ্বাস করি, কৃষি ও কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

বিএনপি নেতা মো: মালেক ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক সভাপতি গোলাম রাব্বানি, মোকলে