চট্টগ্রামের রাউজানে নিরাপদ অধিবাসন বিষয়েদক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

"উন্নয়নের মহাসড়কে, অভিবাসীরা সবার আগে" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে চট্টগ্রামের রাউজানে নিরাপদ অধিবাসন বিষয়ে তথ্য প্রদানে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় রাউজান উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে আয়োজিত পোগ্রামে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। স্বাগত বক্তব্য রাখেন সিমস্ প্রজেক্ট এর প্রজেক্ট ম্যানেজার শীর আহমেদ মনি।
সেশন পরিচালনা করেন প্রজেক্ট অফিসার মীর নাজমুল হাসান ও মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, বর্তমানে প্রযুক্তির উৎকর্ষতায় বদলে যাওয়া বিশ্বে বৈশ্বিক শ্রমবাজার দিন দিন সংকোচিত হচ্ছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজারে সবচেয়ে বেশী গুরুত্ব পাচ্ছে দক্ষ জনশক্তির। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে কারিগরী প্রশিক্ষণের আওতায় আনার জন্য সরকারি বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। আমরা যদি সন্তানদেরকে ভাষাগত জ্ঞান, কারিগরি প্রতিক্ষণে দক্ষতা অর্জনের সুযোগটাকে কাজে লাগাতে পারি তাহলে দেশের জনগোষ্ঠী জনসম্পদে পরিণত হবে এবং রেমিট্যান্স প্রবাহে গতিশীলতা আরো বাড়বে। যার ফলে দেশের অর্থনীতি হবে আরো সমৃদ্ধ।
তিনি আরো বলেন, রাউজান প্রবাসীনির্ভর জনপদ। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে রাউজানের প্রবাসীরা অবস্থান করছেন। প্রবাসীদের হুন্ডি কিংবা অবৈধ পন্থা পরিহার করে ব্যাংকিং সেবার মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।
প্রশিক্ষণে অভিবাসন বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরা হয় এবং অভিবাসীদের জন্য সরকারিভাবে বিনা খরচে বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ সুবিধার বিষয়টি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম সদস্যগণ অংশ নেন।
Comments