Image description

কুমিল্লার মুরাদনগরে বিদ্যালয়ের মাঠে রাজকীয় এক ওয়াশ ব্লক স্থাপনের ফলে, খেলাধুলা থেকে বঞ্চিত এখন শিক্ষার্থীরা। বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষা কর্মকর্তাদের উদাসীনতাকেই দায়ী করছেন অভিভাবকরা। বিদ্যালয়ের খেলার মাঠ দখল করায় শিক্ষার্থীদের খেলাধুলায় বিঘ্ন ঘটায় স্থানীয় অভিভাবক মহলেও চলছে আলোচনা সমালোচনার ঝড়।

‎বিশেষজ্ঞদের মতে, শিক্ষার্থীদের শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশে লেখাপড়ার পাশাপাশি সবচেয়ে বেশি ভূমিকা রাখে খেলাধুলা। এটি শিশুদের শারীরিক, জ্ঞানীয়, সামাজিক এবং মানসিক বিকাশসহ বিভিন্ন উপায়ে শিখতে এবং বেড়ে উঠতে সাহায্য করে। খেলাধুলা শিশুদের সৃজনশীলতা এবং কল্পনা বিকাশেও সহায়তা করে।

‎অথচ উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা মিলল ভিন্ন চিত্র। সেখানে দেখা যায় বিদ্যালয়ে পড়ুয়া কোমলমতি ১৬১জন শিক্ষার্থীর একমাত্র খেলাধুলার জায়গাটিতে স্থাপন করা হয়েছে রাজকীয় এক ওয়াশ ব্লক। ফলে বিদ্যালয়ের ক্লাসের পূর্বে এবং ছুটির পরে যেই সময়টাতে শিক্ষার্থীরা খেলাধুলা করতো। সেই সময় কাটাচ্ছে এখন ক্লাস রুমে বসে। 

‎৪র্থ শ্রেনীর ছাত্র ফাহিম বলেন, আগে স্কুলে আসলে সবাই মিলে-মিশে মাঠটিতে খেলাধুলা করতাম। কিন্তু এখন আর খেলাধুলা করতে পারি না। 

‎স্থানীয়রা জানান, গ্রামের অন্যকোথাও কোন খেলার মাঠ না থাকায় এটিই ছিল গ্রামের ছেলে-মেয়েদের একমাত্র খেলার মাঠ। স্কুল পরবর্তী সময়ে গ্রামের ছেলে-মেয়েরাই মাঠটিতে খেলাধুলা করত। হঠাৎ করে ওয়াশ ব্লক তৈরি হওয়ায় এখন কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে।

‎শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম জানান, ওয়াশ ব্লকটি করার সময় স্কুলের ম্যানেজিং কমিটি, গ্রামবাসী, শিক্ষা অফিসার সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতেই এটি স্থাপন করা হয়। এখানে আমার ব্যক্তিগত কোন মতামত ছিল না। তবে এটি সত্য যে, এই ওয়াশ ব্লকটি স্থাপন করার ফলে শিক্ষার্থীরা এখন খেলাধুলা থেকে বঞ্চিত।

‎মুরাদনগর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হায়াতুন্নবী জানান, আমি আসার আগেই ওয়াশ ব্লকটির কাজ চলমান হয়ে গেছে। যারাই দায়িত্বে ছিল বিষয়টি একটু চিন্তা-ভাবনা করে কাজটি করার দরকার ছিল। বিদ্যালয়ে ঢোকার মুখেই এত বড় একটি ওয়াস ব্লক বিষয়টি আসলেই দৃষ্টিকটু। 

মুরাদনগর উপজেলা ‎শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বলেন, বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা কমিটির সিদ্ধান্তে ওয়াশ ব্লকসহ যাবতীয় উন্নয়ন প্রকল্পের জায়গা নির্ধারন করে স্থাপন করা হয়। বিষয়টি আগে জানলে কাজ বন্ধ করে বিকল্প চিন্তা করতাম। তারপরেও খোঁজ খবর নিয়ে দেখি কি করা যায়।