ফেব্রুয়ারী মাসে নির্বাচিত একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন: প্রিন্স

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, গত ৫৪ বছরে মানুষের মর্যাদা ও অধিকার কেউ প্রতিষ্ঠা করতে পারেনাই আপনিও পারেন নাই। অন্তরবর্তিকালিন সরকার বলছেন ফেব্রুয়ারীতে নির্বাচন হবে। আর সময় বাড়াইয়েন না। ফেব্রুয়ারী মাসে নির্বাচিত একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। স্বাথীনতার পর বিভিন্ন সময় ক্ষমতাসীন দল ও গোষ্ঠী তাদের আখে গুছিয়েছে। এমনকি মানুষের ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিলো। এ ব্যবস্থার পরিবর্তন করতে হলে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে।
তিনি রোববার দুপুরে সিপিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির দমশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি প্রবীণ আইনজীবী সৈয়দ মোঃ জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী সোহেল।
প্রিন্স বলেন, স্থানীয় সরকারের উন্নয়ন চাই । জনগণ স্থানীয় উন্নয়নের কেন্দ্রবিন্দু হবে। আর সংসদে আইন প্রণয়ন,জাতীয় বাজেটসহ রাষ্ট্রযন্ত্রের অন্যান্য দায়িত্ব পালন করবেন। আর এ কাজে মনোযোগী না হয়ে দ্বি-কক্ষবিশিষ্ট সংসদের কথা বলছেন। এতে জনগণের মুক্তি আসবেনা। তাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঘরে ঘরে, গ্রামে গঞ্জে মানুষের অধিকার নিয়ে লড়াই করতে হবে। বিগত এক বছর ধরে অন্তর্বতীকালীন সরকার জনগণের জানমালের কোন নিরাপত্তা দিতে পারে নি। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক শোষণমুক্ত সমাজ ও রাষ্ট্র নির্মাণ করতে হবে। কমিউনিস্টরা দেশে দেশে এ লড়াই চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের যাবতীয় সম্পদ দেশিবিদেশি লুটেরা লুট করছে। দেশের বন্দর, প্রাকৃতিকসম্পদ পার্বত্য চট্টগ্রামসহ সমুদ্র এলাকা এ সরকার আমেরিকা ও বিদেশিদের হাতে তুলে দেবার পাঁয়তারা করছে। জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।অতি দ্রুত রাষ্ট্রের মৌলিক সংস্কার করে নির্বাচিত একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, দশম জেলা সম্মেলন উদযাপন কমিটির আহবায়ক আহমেদ হোসেন।শুভে”ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক , বাংলাদেশ জাসদ নেতা অধ্যাপক জাফর আহমেদ আকসির।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক আসমা খানম, সদস্য অসিত রঞ্জন পাল, দেবদাস সিংহ, মো. ইসহাক, শাহীন খান, জেলা কৃষক সমিতির সভাপতি এম এ রকিব প্রমুখ।
এর আগে সম্মেলন উপলক্ষে জেলা শহরে এক বর্ণাঢ্য লাল পতাকা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত সিপিবির জেলা কার্যালয়ে সম্মেলনের কাউন্সিল অধিবেশন চলছিল ।
Comments