
ফেনীর দাগনভূইয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আনন্দ মিছিল বের করে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। শনিবার সকালে মিছিলটি স্থানীয় হযরত মাওলানা মাইজ্জা হুজুর রহঃ এর মাজার শরীফ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দাগনভূইয়া বড় মসজিদে গিয়ে মিলাদ, মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত উপজেলা সভাপতি অধ্যক্ষ আল্লামা নুরুল আবসার মনসুর, সাবেক সভাপতি আল্লামা মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা ওয়ায়েছ উল্লাহ ও সাধারণ সম্পাদক মাওলানা কাজী জুলফিকার আলম।
মিছিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন।
Comments