
প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের নজির রয়েছে লুইস সুয়ারেজের। গত ৩১ আগস্ট তিনি লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ইন্টার মায়ামির হারের পর তেমনই কাণ্ড ঘটান। হাতাহাতি ও উত্তপ্ত পরিস্থিতির এক পর্যায়ে প্রতিপক্ষের এক স্টাফের দিকে থুতু মেরে বসেন উরুগুইয়ান তারকা। যার দায়ে লিগস কাপে সুয়ারেজকে ৬ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
চলতি মৌসুমের লিগস কাপে মায়ামির বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতে সিয়াটল চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ, এই মৌসুমে সুয়ারেজ কিংবা মায়ামিসহ কারোরই আর ম্যাচ নেই। তাই সুয়ারেজের ৬ ম্যাচের নিষেধাজ্ঞা লিগস কাপের পরবর্তী আসরে কার্যকর হবে। এর মধ্যে ৩ ম্যাচ গ্রুপপর্বে এবং বাকি ৩ ম্যাচ নকআউট রাউন্ডে। তার মানে মায়ামি আবারও টুর্নামেন্টটির ফাইনালে উঠলেই কেবল সুয়ারেজকে পাবে। এর ভেতর মেজর লিগ সকারসহ যে প্রতিযোগিতার ম্যাচই হোক, সেখানে প্রয়োগ হবে না এই শাস্তি।
এর বাইরে সিয়াটলের কোচিং স্টাফ স্টিভেন লেনহার্টকে পাঁচ ম্যাচ, মায়ামির টমাস অ্যাভিলেসকে তিন ম্যাচ এবং সার্জিও বুসকেটসকে দুই ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও করা হয়েছে। এর আগে ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ঘানার বিপক্ষে ইচ্ছাকৃত হ্যান্ডবল করেছিলেন, যা তার দলকে সেমিফাইনালে উঠতে ভূমিকা রাখে। এর বাইরে তিনবার প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড়ের ঘটনায়ও নিষিদ্ধ হন সুয়ারেজ। সর্বশেষ ২০১৪ সালে বিশ্বকাপ ম্যাচে পেনাল্টি অঞ্চলে সংঘর্ষের মাঝে ইতালির ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনির কাঁধে কামড় দেন।
Comments