Image description

মৌলভীবাজারের বড়লেখায় টিলা কাটার দায়ে জাফরান হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের উত্তর ঘোলসা গ্রামের জামে মসজিদ সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

দন্ডপ্রাপ্ত জাফরান হোসেন ঘোলসা গ্রামের হাজী আব্দুল জলিলের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

অভিযান সূত্রে জানা যায়, ঘোলসা গ্রামে অবৈধভাবে টিলা কর্তন করে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে। শুক্রবার রাতে খবর পেয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী থানা পুলিশকে নিয়ে সেই এলাকায় অভিযান চালান। এসময় টিলা কাটার অপরাধে হাজী আব্দুল জলিলের ছেলে জাফরান হোসেন কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(চ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় ১,০০,০০০ (১ লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী অবৈধভাবে টিলার মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।