Image description

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভাঙ্গা উপজেলার বাসিন্দারা। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে মনসুরাবাদ ও হামিরদী বাস স্ট্যান্ড এলাকায় গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে হাজারো মানুষ এই অবরোধ শুরু করেন, ফলে দুটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কয়েকশ যানবাহন আটকা পড়ে চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করে। এতে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে নগরকান্দা ও সালথা উপজেলার সঙ্গে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এর আগে ২০১৩ সালে ফরিদপুরের পাঁচটি সংসদীয় আসন কমিয়ে চারটি করা হয়েছিল। এই সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভকারীদের দাবি, ফরিদপুরের পাঁচটি আসনের পূর্বের সীমানা বহাল রাখতে হবে এবং কোনো আসন অন্য আসনের সঙ্গে সংযুক্ত করা যাবে না। আলগী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “আমাদের ভোটাধিকার ও স্বার্থ উপেক্ষা করা যাবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে।”

হামিরদী ইউনিয়নের চেয়ারম্যান খোকন বলেন, “এটি ভাঙ্গাবাসীর প্রাণের দাবি। নির্বাচন কমিশনকে এর গুরুত্ব বুঝতে হবে।”

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, “দাবি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত আলোচনা করা হবে।”

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ জানান, “আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মানুষকে বোঝানোর চেষ্টা করছে। বেলা ১২টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।”