এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে বাধাগ্রস্ত করবে: শহিদুল ইসলাম বাবুল

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে। হাজারো গুম-খুনের মধ্য দিয়েও শহীদ জিয়ার দল বিএনপিকে দেশের কোটি কোটি মানুষ ভালোবেসে আসছে। বিএনপি আশাবাদী নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফরিদপুরের সদরপুর উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহিদুল ইসলাম বাবুল আরও বলেন, শহীদ জিয়ার দল বিএনপিকে নিঃশেষ করার জন্য দেশে নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালোবেসে গুম-খুন উপেক্ষা করে বিএনপির পতাকা অটুট রেখেছে।
এসময় আরও বক্তব্য দেন, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ।
Comments