Image description

বরগুনা পাথরঘাটার কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৮৫ হাজার টাকা মূল্যের ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আবুল কাশেম বুধবার (৩ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মঙ্গলবার বিকাল ৫ টার দিকে কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালি বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তল্লাশী চালিয়ে ইয়াবাসহ দুই কারবারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কাকড়াবুনিয়া এলাকার টিটুল হাওলাদার ছেলে জয় হাওলাদার (১৮) ও চরদুয়ানি ছহেরাবাদ এলাকার সন্তোষ হাওলাদার ছেলে শেখর হাওলাদার (৩০)।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আবুল কাশেম জানান, জব্দকৃত ইয়াবা এবং আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।