Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যালয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম ফাহিম (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার সময় উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকামূখী লেনে এ ঘটনা ঘটে। সে টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার সময় স্কুলের সামনে একটি মিনিট পাওয়ার ব্যাঙ্ক হয়েছে এখান থেকে প্রায় ২০ ফুট দূরে ছিটকে পড়ান দ্রুতগতির একটি মিনি কাভার্ডভ্যান ফাহিমকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থল থেকে প্রায় ২০ ফুট দুরে ছিটকে পড়ে। এসময় স্থানীয়রা  গুরুত্বর আহতাবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেকর্তব্য রত ডাক্তার  তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফাহিম বারৈয়ারঢালা ইউনিয়নের লালানগরস্থ বৈদ্যপুকুর গ্রামের গণি মেম্বার বাড়ির মোহাম্মদ হারুনের ছেলে। 

টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জহির উদ্দিন বলেন, আমার বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ফাহিম স্কুলে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন। সে স্কুলের নবম শ্রেণির ব্যবসায় শাখার (রোল ১) মেধাবী ছাত্র ছিল। ফাহিম ফেদাইনগর নানার বাড়ি থেকে পড়াশোনা করতো।

কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির রাব্বানী বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় এক স্কুল শিক্ষার্থী মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুত্বর আহত হলে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে  মৃত ঘোষণা করেন। গাড়িটি আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।