
মাদারীপুরের রাজৈরে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৫। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌরসভার মিল্কভিটার সামনের খালে জমে থাকা আবর্জনা ও ঝোপঝাড় অপসারণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাহফুজুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকরাম উল্লাহ, সমাজসেবা কর্মকর্তা মোঃ বাদশা ফয়সাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শামীম আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আরা, পৌর প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, বিআরডিবি কর্মকর্তা সাগর শাহা, টেকেরহাট বণিক সমিতির প্রতিনিধি, রাজনৈতিক দল বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অভিযানে খালে জমে থাকা ময়লা-আবর্জনা, ঝোপঝাড় ও গাছপালা পরিষ্কার করা হয়, যাতে পানি চলাচল স্বাভাবিক থাকে। সংশ্লিষ্টরা জানান, খালে ময়লা জমে থাকার কারণে ডেঙ্গুসহ নানা মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ছিল। এ উদ্যোগে স্থানীয়রা সরাসরি উপকৃত হবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা শুধু পৌরসভার কাজ নয়, এটি নাগরিকদেরও দায়িত্ব। সবাই মিলে সচেতন হলে আধুনিক ও বাসযোগ্য রাজৈর গড়ে তোলা সম্ভব।
স্থানীয়রা জানান, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও এ ধরনের বিশেষ অভিযান শুধু পরিবেশ রক্ষাই নয়, নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাবে।
Comments