
গাজীপুরের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে একযোগে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে এই বদলির আদেশ দেওয়া হয়েছে। রোববার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এই তথ্য নিশ্চিত করেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে এবং টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।
Comments