
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ফল ব্যবসায়ী রিয়াজউদ্দিন (৬০) এর উপর মারধরের অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনের (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে ভুক্তভোগী আইনি সহায়তা নিতে ভয় পাচ্ছেন।
রোববার (৩১ আগস্ট) সকালে রিয়াজউদ্দিনের দোকানে ফল কিনতে আসা এক ক্রেতার সঙ্গে দরকষাকষির জেরে বাগবিতণ্ডা হয়। এরপর সন্ধ্যায় ফারুক হোসেন ও তার সঙ্গীরা রিয়াজউদ্দিনের উপর প্রকাশ্যে হামলা চালান বলে অভিযোগ।
রিয়াজউদ্দিন বলেন, “সকালে একজন ক্রেতা ফলের দাম শুনে পাশের দোকানে যান। আমি ঠাট্টা করছিলাম, তখন তিনি ফিরে এসে আমাকে গালিগালাজ করেন। কারণ জানতে চাইলে তিনি আমাকে মারধরের চেষ্টা করেন। পরে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করে। কিন্তু সন্ধ্যায় দোকান বন্ধ করার সময় ফারুক ও তার লোকজন আমার উপর হামলা চালায়। আমি ৩০ বছর ধরে এখানে ব্যবসা করি, এমন অপমান কখনো পাইনি।”
অভিযুক্ত ফারুক হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন, “এ বিষয়ে সাক্ষাতে কথা বলব, এখন ব্যস্ত আছি।”
বাসস্ট্যান্ড ফল পট্টি ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হোসেন জানান, “বিষয়টি সমাধান হয়ে গেছে। বিএনপির একজন বড় নেতা এ নিয়ে বসতে চেয়েছেন, তাই এ বিষয়ে আর কিছু না বলাই ভালো।”
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার বলেন, “ঘটনাটি শুনেছি, এটি একটি মিসআন্ডারস্ট্যান্ডিং। আমরা উভয় পক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধান করব।”
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, “এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।
Comments