নারায়ণগঞ্জে দলিল লেখক হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড, স্ত্রীর যাবজ্জীবন

সোনারগাঁয়ে দলিল লেখক মোশারফ হোসেন ভূইয়া (৪৫) হত্যা মামলায় তার স্ত্রীর পরকীয়া প্রেমিক মো. রিপন মিয়া (৪১)-কে মৃত্যুদণ্ড এবং স্ত্রী মোসা. শাহিনুর আক্তার (৩৭)-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় রিপন মিয়া আদালতে উপস্থিত ছিলেন, তবে শাহিনুর আক্তার পলাতক রয়েছেন। আদালত উভয়কে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, পরকীয়া প্রেমের জেরে শাহিনুর ও রিপন মিলে মোশারফকে হত্যা করেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নজরুল ইসলাম মাসুম জানান, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর শাহিনুর ও রিপন মোশারফকে বৈদ্যুতিক শক দিয়ে অজ্ঞান করে, বাথরুমে পানিতে চুবিয়ে এবং গলায় তার পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. সোলায়মান ভূইয়া মামলা দায়ের করেন।
Comments