Image description

রাজবাড়ী পৌরসভার ভবানীপুরের প্রাক্তন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক গৌতম দাস (৪০) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর লড়াইয়ে রয়েছেন। চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করা এই তরুণকে বাঁচাতে তার মা, স্ত্রী ও স্বজনরা সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

গৌতম দাস একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন। গত এক বছর ধরে বাংলাদেশ ও কলকাতায় চিকিৎসা চালিয়েও কোনো স্থায়ী ফল পাননি। সংসারের সব সম্পদ বিক্রি করেও চিকিৎসা চালানো সম্ভব হয়নি। বর্তমানে অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধ রয়েছে।

গৌতমের মা শীখা রানী দাস বলেন, “ছেলের চিকিৎসার জন্য সব হারিয়েছি। এখন ৩০-৩৫ লাখ টাকা প্রয়োজন। সমাজের হৃদয়বানদের কাছে আমার ছেলেকে বাঁচানোর আবেদন।”

তার স্ত্রী দোলন দাস জানান, “স্বামীর চিকিৎসার জন্য সবকিছু বিক্রি করেছি। ডাক্তার বলেছেন, বোনমেরু প্রতিস্থাপন করলে বাঁচার সম্ভাবনা আছে। কিন্তু এর জন্য ৩৫-৪০ লাখ টাকা লাগবে।”

গৌতম দাস নিজে বলেন, “আমার ২ বছর ৮ মাস বয়সী একটি মেয়ে আছে। তার জন্য বাঁচতে চাই। যারা আমার সঙ্গে পড়েছেন, খেলেছেন, তাদের কাছে সাহায্য চাই।”

সহায়তার জন্য যোগাযোগ:

  • গৌতম দাস: 01716621006 (বিকাশ, রকেট, নগদ)

  • সোনালী ব্যাংক, রাজবাড়ী ব্রাঞ্চ: অ্যাকাউন্ট নং- ২২১১১০১০২৫৩৫৯, নাম: গৌতম দাস