
বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতি, শোষণ, সুদ ও ঘুষমুক্ত একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে ঢাকার ধামরাই পৌরসভার যাত্রাবাড়ি মাঠে ঢাকা-২০ (ধামরাই) সংসদীয় আসনের উদ্যোগে আয়োজিত জনসভায় এই অঙ্গীকারের কথা বলেন ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা মো. দেলোয়ার হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসাইন বলেন, “স্বাধীনতার ৫৪ বছরেও জনগণ তাদের প্রকৃত স্বাধীনতা ফিরে পায়নি। জামায়াত ক্ষমতায় এলে যুব সমাজকে নেশা থেকে রক্ষা করা হবে, নারীদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হওয়া উচিত। জামায়াতের ৭ দফা দাবির মধ্যে পিআর প্রথায় নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা অপরিহার্য।”
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমীর ও ঢাকা-২০ আসনের এমপি প্রার্থী কাজী মাওলানা মো. আব্দুর রউফ। তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জামায়াতের কর্মীদের উপর নির্যাতন চালিয়েছে, কোরআনের হাফেজদের হত্যা করেছে। জামায়াত ক্ষমতায় এলে সুদভিত্তিক ব্যবস্থা বন্ধ করে যাকাতভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করা হবে। নারীরা নিরাপদে কর্মস্থলে যাতায়াত করতে পারবেন।”
সভাপতিত্ব করেন ঢাকা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. শাহাদাৎ হোসাইন এবং সঞ্চালনা করেন ধামরাই জামায়াতের আমীর মাওলানা মো. আ. হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মো. আফজাল হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা এবিএম কামাল হোসাইন, আইন ও মানবাধিকার বিভাগীয় সেক্রেটারি এডভোকেট মো. শহিদুল ইসলাম, রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি মোহাম্মদ হাসান মাহবুব মাষ্টার, সাংস্কৃতিক বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ মো. লুৎফর রহমান মোল্লা এবং ধামরাই পৌরসভার আমীর মাওলানা শামসুল আলম।
জনসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে নাত ও কাওয়ালি গানের আয়োজন করা হয়।
Comments