Image description

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ি বাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ ও হাট বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

হাট বৈঠকে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের সাবেক সেক্রেটারি ও এনসিপি’র যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল, এনসিপি’র যুগ্ম সদস্য সচিব এসএম শাহরিয়ার, কুড়িগ্রাম জেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, ফুলবাড়ী উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী নাজমুল ফেরদৌস লাভলু এবং জাতীয় যুব শক্তির উপজেলা নেতা আব্দুল হাই সিদ্দিকী প্রমুখ।

বক্তারা বলেন, “৫৪ বছর পার হলেও দেশে ‘রাজার ছেলে রাজা’ হওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে। জনগণের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন ছাড়া সাধারণ মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।”