
দিনাজপুরের ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ মহাসড়কে রাতভর চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে পৌরশহরের আজাদমোড়ে এই অভিযানে মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাক, সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা ও পিক-আপ ভ্যানসহ শতাধিক যানবাহনের কাগজপত্র যাচাই ও ভেতরে অবৈধ কিছু আছে কিনা তা পরীক্ষা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ঘোড়াঘাট অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার মেজর নূর-এ আলম শহীদ ফারাবী। রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলা এই কার্যক্রমে সেনাবাহিনীর সদস্যরা যানবাহনের কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি অবৈধ মালামালের উপস্থিতি পরীক্ষা করেন।
মেজর নূর-এ আলম শহীদ ফারাবী জানান, “আইনশৃঙ্খলার অবনতি রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান চালানো হচ্ছে। মাদক, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে সেনাবাহিনী কাজ করছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
Comments