
চট্টগ্রামের ফটিকছড়িতে হাঁছি মিয়া (৬৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে দাঁতামারা ইউপির ৮নং ওয়ার্ডস্থ বালুখালী এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত হাঁছি মিয়া একই ইউনিয়নের নিচিন্তা গ্রামের মৃত নজীর আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে তার গ্রামের প্রতিবেশী চাচাত বোন স্বামী পরিত্যক্ত্যা জাহেদা বেগমের পশ্চিম বালুখালীস্থ বাড়ীতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তিনি রাত্রি যাপন করেন বলে জাহেদা বেগমও জানান। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি নিজ বাড়ীতে যাবার জন্য বের হন। এরপর চাচাতো বোন জাহেদার বাড়ী থেকে আনুমানিক সাতশ' ফুট দুরে অবস্থিত জনৈক মোঃ মিয়ার বাড়ীর সামনে রাস্তার উপর তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। অতপর দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ ও ভূজপুর থানার ওসি (তদন্ত) ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
ভূজপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম বলেন, খবর পেয়ে হাঁছি মিয়ার লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য তার লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আপাতত একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তখন সে মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
Comments