Image description

গাজীপুর-৬ সংসদীয় আসনকে ঘিরে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটেছে। নির্বাচন কমিশনের শুনানিতে সব ধরনের আপত্তি খারিজ হওয়ায় আসনটি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন শুধু গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা বাকি।

এই ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই পূবাইলজুড়ে বইতে থাকে উৎসবের আমেজ। স্থানীয়রা আনন্দে মেতে ওঠেন এবং এলাকায় মিষ্টি বিতরণ শুরু হয়।

মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার গাজীপুর-৬ আসন বহাল রাখার সিদ্ধান্ত দেন। শুনানিতে পূবাইল সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ, সদস্য সচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী নজরুল ইসলাম খান বিকি সহ আন্দোলনকারীরা উপস্থিত ছিলেন।

তারা জানান, বহু বছরের আন্দোলন-সংগ্রামের পর অবশেষে পূবাইলবাসীর ন্যায্য দাবি পূরণ হলো। এখন শুধু গেজেট প্রকাশিত হলেই পূবাইলবাসীর এই ঐতিহাসিক বিজয় আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাবে।

স্থানীয় ভোটারদের মুখেও একই উচ্ছ্বাস। পূবাইল ৪১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোজিনা আক্তার বলেন,আজকের দিনটির জন্য আমরা বহু বছর অপেক্ষা করেছি। এটি শুধু একটি রাজনৈতিক জয় নয়, বরং আমাদের স্বপ্নপূরণ।

অন্য এক ভোটার আলমগীর হোসেনের ভাষায়, আমরা দেখেছি, কতবার আমাদের দাবি উপেক্ষিত হয়েছে। আজ যখন আসন নিশ্চিত হলো, তখন সত্যিই গর্ব অনুভব করছি।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, গাজীপুর মহানগরের জনসংখ্যা ও সর্বশেষ আদমশুমারির ভিত্তিতে নতুন একটি আসন যুক্ত করা হয়। এর ফলে পূবাইল মেট্রোপলিটন থানা, টঙ্গী পূর্ব-পশ্চিম এবং গাছা থানার দুটি ওয়ার্ড বাদে বাকি ওয়ার্ডগুলো নিয়ে গঠিত হয়েছে গাজীপুর-৬ আসন।

স্থানীয়দের মতে, পূবাইলকে এই আসনে অন্তর্ভুক্ত করা নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি তাদের দীর্ঘদিনের সংগ্রামের প্রতীক ও ঐতিহাসিক বিজয়।

উল্লেখ্য, গত ৩০ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় সারাদেশে নতুন আসন বৃদ্ধির প্রস্তাব দেন। তারই ধারাবাহিকতায় গাজীপুরে একটি আসন বৃদ্ধি পেয়ে সংখ্যা দাঁড়ায় ৬-এ।

এখন পূবাইলবাসীর দৃষ্টি কেবল নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের দিকে। গেজেট প্রকাশিত হলেই আনুষ্ঠানিকভাবে ইতিহাসে লেখা হবে পূবাইলের এই অর্জন।