Image description

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার চিৎমরম দুর্গম চংড়াছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১৩৯ জন শিক্ষার্থীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এদিন বিশেষভাবে স্কেবিস (চুলকানি রোগ) এর চিকিৎসা দেওয়া হয়। 

পাশাপাশি শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা, ম্যালেরিয়া, ডেঙ্গু ও করোনা প্রতিরোধ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।

 এ কার্যক্রমে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার  ডা. ওমর ফারুক রনি, মেডিকেল অফিসার ডা. মনির উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস, ল্যাব টেকনোলজিস্ট অমর শীল,স্বাস্থ্য পরিদর্শক সুনীল বাবু। 

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, স্কুলভিত্তিক স্বাস্থ্য সেবা কার্যাক্রমের অংশ হিসাবে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রমে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে এবং রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।