Image description

বাগেরহাটে সংসদীয় আসন সংখ্যা কমানোর প্রতিবাদে রোববার (২৪ আগস্ট, ২০২৫) সকাল-সন্ধ্যা হরতাল ও সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। সকাল ৭টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে বাগেরহাটের সড়ক-মহাসড়ক প্রায় ফাঁকা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থায় দেখা যাচ্ছে।

হরতাল সমর্থকরা বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা-মোংলা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ফকিরহাটের কাটাখালী মোড়, টাউন নওয়াপাড়া মোড় এবং ফকিরহাট বিশ্বরোড মোড়সহ বিভিন্ন স্থানে পিকেটিং চলছে। অনেক জায়গায় টায়ার জ্বালিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। তবে জরুরি সেবার গাড়ি এবং অ্যাম্বুলেন্সকে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে। এই কর্মসূচিতে ফকিরহাট উপজেলা বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নিয়েছেন।

হরতালের কারণে বাগেরহাটের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে আজকের অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং ফকিরহাটের বেশিরভাগ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শুধুমাত্র জরুরি প্রয়োজনে কিছু ফার্মেসি খোলা দেখা গেছে। সহকারী পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম জানিয়েছেন, তাদের কয়েকটি টহল টিম বিভিন্ন সড়কে সতর্ক অবস্থানে রয়েছে এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে তিনি জানান।

উল্লেখ্য, নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রাথমিক প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের প্রতিবাদে বাগেরহাট জেলাবাসী বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এই আসন কমানোর বিষয়ে আগামী ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।