Image description

নাটোর-সিংড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক মোজাম্মেল হক (৪৫) ও আকতার হোসেন (৫০) নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল হক সিংড়া উপজেলার বারুইহাটি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি রাতে টেক্সটাইল মিলে যাত্রী নামিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। খেজুরতলা এলাকায় পৌঁছালে দ্রুতগামী কোনো যানবাহনের ধাক্কায় তারা গুরুতর আহত হন।

স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, বাস অথবা দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোন যানবাহনের কারণে এই ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।