
যশোরের শার্শায় নিখোঁজ হওয়ার একদিন পর একটি ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে শার্শার জেলে পাড়া-মান্দারতলা সড়কের পাশে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মৃত খায়রুল ইসলাম (৩৬) উপজেলার বোয়ালিয়া গ্রামের নুর মোহাম্মাদের ছেলে।
স্বজন ও স্থানীয় বাসিন্দাদের বরাতে শার্শা থানর ওসি কে এম রবিউল ইসলাম বলেন, খায়রুল ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বৃহস্প্রতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। শুক্রবার বিকালে সড়কের পাশে ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ওসি বলেন, মরদেহের শরীরে তেমন কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
Comments