Image description

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কানাইপুকুর গ্রাম হাজারো অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে নতুন পর্যটন স্পট হিসেবে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। শামুকখোল, বক, পানকৌড়ি, ডাহুক, বালিহাঁস, কাদাখোঁচাসহ দেশি-বিদেশি নানা প্রজাতির পাখির বিচরণে মুগ্ধ হচ্ছেন স্থানীয় ও বাইরের দর্শনার্থীরা।

স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে কানাইপুকুর অতিথি পাখিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। পাখিদের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয়রা সতর্ক থাকেন এবং শিকার রোধে সচেতনতা গড়ে তুলেছেন। ফলে পাখির সংখ্যা বাড়ছে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ক্ষেতলাল উপজেলা প্রশাসন জানিয়েছে, কানাইপুকুরে পাখি পর্যবেক্ষণ কেন্দ্র ও পর্যটকদের জন্য অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা রয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হবে।

দর্শনার্থী রিফাত বলেন, “শত শত পাখির একসঙ্গে ওড়াউড়ি দেখে মন ভরে যায়। এ দৃশ্য সত্যিই মুগ্ধকর।” প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি শাহজালাল আলী বলেন, “কানাইপুকুর পাখি কলোনি প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় একটি অনন্য উদাহরণ। আমরা এটি রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করব।”