তিস্তার ভাঙনে দিশাহারা উলিপুরের মানুষ, স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট এলাকায় তিস্তা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই ভিটেমাটি, বসতবাড়ি, ফসলি জমি ও স্থাপনা হারিয়ে শত শত পরিবার নিঃস্ব হয়ে পড়ছে। ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে প্রায় ছয় শতাধিক মানুষ মানববন্ধন করেছে।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, গত কয়েক বছর ধরে তিস্তার ভাঙনে তাদের ঘরবাড়ি, স্কুল, মসজিদ, বাগান ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে তারা এখন আশ্রয়হীন ও দিশেহারা হয়ে পড়েছেন। ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, "ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলার জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে। আমরা আশা করছি, এক সপ্তাহের মধ্যেই কাজ শুরু করা সম্ভব হবে।"
Comments