
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভা বাসস্ট্যান্ড চত্বরে একটি দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে এই ভাস্কর্যটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মামুন হোসেন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়লসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।
উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, "জীবননগর বাসস্ট্যান্ড একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম স্থান। এখানে একটি স্থাপনা থাকলে যানবাহনগুলো সহজেই তাদের গন্তব্যে যাতায়াত করতে পারে। পূর্বের টাইগার চত্বর ভেঙে যাওয়ার পর জীবননগরবাসী এখানে একটি ইসলামিক ভাস্কর্য নির্মাণের দাবি জানায়। তাদের দাবির প্রেক্ষিতেই এই সুন্দর ও নজরকাড়া ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। এজন্য আমি জীবননগর পৌর প্রশাসককে ধন্যবাদ জানাই।"
একইসাথে চৌরাস্তায় ট্রাফিক পুলিশের দাবি প্রসঙ্গে তিনি বলেন, "এ বিষয়ে পুলিশ সুপারের সাথে আলোচনা করা হবে। যদি প্রয়োজন হয়, তাহলে এখানে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে।"
জীবননগর পৌরসভার উদ্যোগে ৮ লাখ ৩০ হাজার ৭৫৮ টাকা ব্যয়ে এই ইসলামিক ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। এটি শহরের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ স্থানে যানবাহন চলাচলে শৃঙ্খলা আনতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
Comments