জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নান্দাইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন এর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ, সাংবাদিক রমেশ কুমার পার্থ, রফিকুল ইসলাম মোড়ল, শামসুজ্জামান বাবুল, মোখলেছুর রহমান, আহসান কাদের মাহমুদ, এ হান্নান আল আজাদ, মোশাররফ হোসেন, আকরাম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, মাছ বাংলাদেশের জাতীয় সম্পদ। এটি প্রাণিজ প্রোটিনের অন্যতম উৎস। সরকার মৎস্য খাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
বক্তারা আরও বলেন, মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলাশয় সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং অভয়াশ্রম রক্ষায় প্রয়োজন ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।
সভায় তরুণ উদ্যোক্তাদের মৎস্যচাষীদের এগিয়ে আসার আহ্বান জানানো সহ মাছের বংশবিস্তার ও সংরক্ষণে জনসচেতনতা গড়ে তোলা, নিয়মিত অভিযান পরিচালনা করা সহ নিষিদ্ধ মাছ চাষ বন্ধ ও বাজারে বিক্রি না করার ওপর গুরুত্বারোপ করা হয়।
Comments