
চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে। নিহতরা দুই বোন আফিফা আবেদীন (২২) ও হুজাইফা নূর (৮)। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নউরগ্যা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরদিন রবিবার (১৭ আগস্ট) সকালে নিজ নিজ এলাকায় তাদের জানাযার নামাজ শেষ কবরস্থানে দাফন করা হয়।
নিহতদের মধ্যে আফিফা আবেদীন (২২) উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনু ফকির হাট এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে, হুজাইফা নূর (৮) ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নউরগ্যা পাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের মেয়ে। সে উত্তর ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
জানা যায়, আফিফা বাবার সাথে গ্রামের বাড়ি কাঞ্চনায় গিয়েছিল ছবিসহ ভোটার হওয়ার প্রক্রিয়া শেষ করতে।পরে গত বৃহস্পতিবার ১৪ আগস্ট তাকে খালার বাড়িতে রেখে বাবা জয়নাল আবেদিন শহরে চলে আসেন। আফিফার খালু ছদাহার সিরাজুল ইসলাম কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। নানু গিয়েছেন স্বামীহারা মেয়ে নুরজাহান বেগমকে (আফিফার খালা) দেখতে। সেই সুবাদে দীর্ঘদিন পর নানুর সাথে দেখা হবে, কয়েকদিন একসাথে বেড়াবে এটাই ছিলো আফিফার কামনা। কিন্তু সবাইকে শোকের সাগরে ভাসিয়ে নিজেই চলে গেলেন পরপারে।
ছদাহা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা দুজনেই পুকুরে গোসল করতে নেমেছিল। এরপর হঠাৎ করে নিখোঁজ হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের মরদেহ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।
হুজাইফা নূরের জেঠাতো ভাই মো. শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, কয়েকদিন আগে নিহত আফিফা আবেদীন বেড়াতে আসে। শনিবার সারাদিন তারা বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে বিকেলে বাড়িতে ফিরে। পরে দুজনই বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নেমেছিল। গোসলের একপর্যায়ে হঠাৎ করে তারা নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা মিলে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে। কেরানীহাট আশ-শেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুইজনের পুকুরে ডুবে আকস্মিক মৃত্যুতে দুই পরিবারসহ এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আফিফার জানাযায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরীসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Comments